নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ¦ এম.দলিলুর রহমানের মৃত্যুতে রব্বিার বিকালে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা গনমিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-২ আসনের স্থানীয় এমপি আলহাজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা আওয়ামীললীগের সিনিয়র সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সানজি গ্রুপের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক।
উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভায় এ সময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তÍুতি পরিষদের আহ্বায়ক শওকত হোসেন কানন, যুগ্ন আহ্বায়ক ভিপি মমিন উল্যা মানিক, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সিহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম কবির, সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি নুরজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।