বিজয়ের এই দিনে স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিনটি উদযাপন করছে সারাদেশ। তারই ধারা বাহিকতায় মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে পালিত হয়েছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভেপুষ্পমাল্য অর্পণ করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলম।
উপজেলাজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদের স্মরণে পৃথকপৃথক পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল সোয়া ৮টার দিকে বিজয় দিবসের কুচকাওয়াজ ও প্যারেডে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পুলিশের একটি চৌকাস দল।
জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিসব কুচকাওয়াজ-২০১৯ এর উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর শরিফুল হক।
এসময় দর্শক সারিতে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: বাবুল হোসেন খান,সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ন সাধারন সম্পাদক কেরামত আলী শেখ, উপজেলা শ্রমীক লীগ সভাপতি মো: আতিয়ার রহমান শেখ, সাবেক যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম লিটন মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না,উপজেলা যুবলীগ আহ্বায়ক শেখ নজরুল ইসলাম,ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত সহ বিভিন্ন শ্রেনি পেশার সাধারন মানুষ।
পরে উপজেলা প্রসশনের পক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া আলোচনা সভা, গান, সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।