ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস-২০১৯ খ্রি. এর সকাল ১১ টায় সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরীন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের কৃত্তি ও স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ শফি উদ্দিন খালাসী, আবুল কালাম মাষ্টার ও মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক মো. মোশারফ হোসেন প্রমূখ।