লক্ষ্মীপুরে সমকাল সুহৃদদের বিজয় দিবসের শোভাযাত্রায় ১৬ ডিসেম্বর সোমবার সকালের বিজয় চত্বও স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমকাল লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনিরসহ সকল সুহৃদরা। পরে সমকাল সুহৃদের জেলা সভাপতি আইরিন সুলতানার সভাপতিত্বে বিজয় দিবসের ইতিহাস তুলে ধরে চত্তরে সকলকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুহৃদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সুহৃদের সহসভাপতি মাহাবুবের রহমান,সুহৃদ রেবেকা সুলতানা, মিতারানী দেবনাথ,আনিতা রানী দেবনাথ,নিজাম উদ্দিন,রাজু হোসাইন,ফাহাদ হোসেন,মঞ্জুরুল আলম শাওন,মোঃ হাবিবুর রহমান, আবদুর রহমান, আজাদ হোসেন, রাজেশ কীত্তনিয়া, ইমতিয়াজ পাটওয়ারী,সোহানুর রহমান সাগর ও শাহরিয়ার মাহমুদ। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মুনাজাত করা হয়।