সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্মার্ট কার্ড প্রদান, অভিবাদন গ্রহণ ও কোচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইউএনও তামিম আল ইয়ামিন, মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি আলহাজ এসএম আ: মান্নান, ওসি রেজাউল করিমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে।