মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপিসহ উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পুস্পস্তবক অর্পণ,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ-শরীর চর্চা প্রর্দশনী,ক্রীড়া প্রতিযোগিতা,সংবর্ধনা, আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান,দুপুরে হাসপাতালে ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকতা নাজমা আশরাফী ও কর্মকর্তা ইনচার্জ(ওসি)সাজেদুর রহমান। এরপর একই মাঠে পুলিশ,আনসার-ভিডিপি,স্কাউট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিদের কুজকাওয়াজ,ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নিবার্হী কর্মকতা নাজমা আশরাফীর সভাপতিত্বে পুরস্কার প্রদান করেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অফিসার ইনচার্জ(ওসি)সাজেদুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়,অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান,অধ্যাপক জামিল ফোরকান,আবদুল হক, প্রধান শিক্ষক আবদুর রহিম,শিবলী চৌধুরীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়।