মহান এই বিজয় দিবসে সকল শহীদ, সকল বীরাঙ্গনা মা-বোন, সকল মুক্তিযোদ্ধা এবং হরিপুর উপজেলার বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্খীসহ দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও তিনতিন বারের সফল ইউপি চেয়ারম্যান ইসমাঈল হোসেন।
উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও তিনতিন বারের সফল ইউপি চেয়ারম্যান ইসমাঈল হোসেন বলেন মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট পেয়েছি। বিজয়ের এই মাসে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে আমি বাংলার সকল শহীদ সূর্য সন্তান ও মুক্তিযোদ্ধাদের আন্তরিকভাবে গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করছি। সেই সাথে বাংলা সকল গর্বিত মায়ের শহীদ সন্তানদের আত্মার মাগফেরাত কামনা করছি।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয়। এই সেই ডিসেম্বর মাস যে,মাস বাঙ্গালী জাতির বিজয়ের মাস। আসুন, বিজয়ের এই মাসে সকল অপশক্তিকে রুকে দিয়ে ভোটের অধিকার আদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করি ও সুখী সমৃদ্ধি দেশ গড়ি।
আসুন আমরা সকলে ধর্ম, বর্ণসহ সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র ফিওে এনে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করি। এদেশকে রাজাকার মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। যেখানে থাকবে না কোন বঞ্চনা, শোষণ, বৈষম্য,রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রদায়িকতা। থাকবে শুধু সুখ-শান্তি, সমৃদ্ধি আর ভালোবাসা। বিজয়ের এই মাসে সেটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।