সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চর রাজিবপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি হাতে নেয়। চর রাজিবপুর উপজেলা প্রশাসন ৬টা ৪১ মিনিটে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন। সুর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন। পরে রাজিবপুর মুক্তিযোদ্ধা পরিষদ,রাজিবপুর থানা,রাজিবপুর প্রেসক্লাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বাংলাদেশ আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা পরিবার সন্তান ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,জাতীয় পার্টি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা ও শহীদদের স্মরণে দোয়া করা হয়। সকাল ৯টায় চর রাজিবপুর উপজেলা পরিষদ মাঠে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ও পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ,আনসার,স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচঁকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই সরকার, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন, রাজিবপুর থানার কর্মকর্তা ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার,বীর মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার বেলাল হোসেন সরকার,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মাষ্টার আজিম উদ্দিন, জেলা পরিষদ সদস্য রাজিয়া সুলতানা রেনু ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান সরকার প্রমুখ। এ সময় সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং মৃত্যু মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়। সকাল ১১টায় ক্রীড়া অনুষ্ঠান শুরু করা হয়। দুপুরে হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়।