গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক জোট, পৃথক-পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন। এদিকে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও ৩১ বার তোপ্পধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করেন। পরে আবদুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করেন কুজ-কাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডিসপ্লে। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধণা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসেস আফরুজা বারী, যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সাবেক কমা-ার এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাবলু মিয়া, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, থানা কর্মকর্তা ইনচার্জ আব্দুল্লাহিল জামান প্রমুখ।