আজ মহান বিজয় দিবস
আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখ-ের নাম জানান দেয়ার দিন। ৪৮ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। তার আগে দীর্ঘ ৯ মাসের জনযুদ্ধে ৩০ লাখ প্রাণ ঝরেছে। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের সেই মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ ও তাদের মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ডাকে পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণ সর্বাত্মক জনযুদ্ধে ঝাঁপিয়ে পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল।
প্রতিবছর আমরা স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদ্যাপন করি। দুটি দিবসেই আমরা মুক্তিযুদ্ধের মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করি। একই সঙ্গে আমাদের মনে পড়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও সংকল্পের কথা। আমরা আত্মজিজ্ঞাসার মুখোমুখি হই: আমরা কি আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি? মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তে রচিত স্বাধীনতার ঘোষণাপত্র এবং স্বাধীনতার পরে রচিত সংবিধানে যেসব মূলনীতি ও চেতনার কথা আমরা লিখেছিলাম, সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে?
এ কথা সত্য, গত ৪৮ বছরে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি ঘটেছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, উত্তরবঙ্গের মঙ্গা দূর হয়েছে, অপুষ্টি, শিশুমৃত্যু, মাতৃমৃত্যু ইত্যাদির হার কমেছে। তবে এখনো বিপুলসংখ্যক মানুষের দারিদ্র্য দূর হয়নি, এখনো বিপুল মানুষ প্রয়োজনীয় পুষ্টির অভাবে ভুগছে। সামাজিক অন্যায়-অবিচার, নারীর প্রতি সহিংসতা, যৌতুক, বাল্যবিবাহ ইত্যাদি অনেক সমস্যা আজও গভীর ক্ষত হয়ে রয়ে গেছে।
আমরা মনে করি, গণতন্ত্র, আইনের শাসন, সুবিচারের নিশ্চয়তা ও সুশাসনই কেবল দেশকে-জাতিকে এগিয়ে নিতে পারে। আমরা পেছনে হাঁটতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। জাতিকে সামনে এগিয়ে নেয়ার প্রধান দায়িত্ব রাজনীতিকদের। আমরা আশা করতে চাই, আমাদের রাজনৈতিক নেতৃত্ব শুভবুদ্ধি, বিচক্ষণতা ও দূরদৃষ্টির পরিচয় দেবে। স্বাধীনতার আকাক্ষার ও লক্ষ্যসমূহ বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। ক্ষুদ্র স্বার্থ, পরমুখাপেক্ষিতা, নতজানুতা অবশ্যই আমাদের পরিহার করতে হবে।
স্বাধীনতার আকাঙ্খা ও লক্ষ্য বাস্তবায়ন করতে হলে, উন্মুক্ত রাজনীতি, গণতন্ত্রের বিকাশ, বিচারহীনতার সংস্কৃতি দূর এবং সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আজকের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বলা যায়, সেই ৭১-এর জাতীয় ঐক্য অনেকাংশেই এখন দুর্বল হয়ে পড়েছে। জাতির মধ্যে বিভেদ সৃষ্টির একটা রাজনৈতিক খেলা মাথাচাড়া দিয়ে উঠেছে। এটা জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। কে না জানে, গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ ধরেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। অথচ আজ সেই গণতন্ত্র সোনার হরিণে পরিণত হয়েছে। পরিশেষে মহান বিজয় দিবসে আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।