রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তন কক্ষে পুলিশ কমিশনার সভাপতিত্বে হাইপারটেনশন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদাণ ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে হাইপারটেনশন এর কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন রংপুুর মেডিকেল কলেজ এর অধ্যাপক ডা. মোঃ মাহফুজুর রহমান (মেডিসিন) ও অধ্যাপক ডা. শাহ মোঃ সারোয়ার জাহান (মেডিসিন) এবং হাইপারটেনশন রিসার্চ সেন্টার, রংপুর এর সিইও আনোয়ার হোসেন। এতে বক্তারা হাইপারটেনশন থেকে বাঁচার জন্য নিয়মিত স্বাস্থসম্মত জীবন যাপন ও মানসিক চাপ ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন।
আরপিএমপি রংপুরের পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে যারা ২০১৮ সালের পিএসসি ও জেএসসি পরীক্ষা এবং ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল (জিপিএ-৫) অর্জন করেছে তাদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে পিএসসি পরীক্ষায় ১৩ জন, জেএসসি পরীক্ষায় ৩ জন, এসএসসি পরীক্ষায় ১২ জন এবং এইচএসসি পরীক্ষায় ১ সহ মোট ২৯ জনকে সনদপত্র, মেডেল, বই ও অর্থ পুরস্কার দেয়া হয়। এতে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে অপ্সরা আলীম ও মেহেদী হাসান মানিক। এই পুরস্কার অর্জন তাদেরকে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলে মতামত প্রকাশ করে। সর্বশেষে কৃতী শিক্ষর্থীদের উদ্দেশ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম বলেন, “স্বপ্নের বাংলাদেশ গড়তে সু-শিক্ষার কোনো বিকল্প নেই। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত দেশ গঠনে শিক্ষর্থীদের এগিয়ে আসার আহবান জানান এবং তাদের উত্তোরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।