ঝিনাইদহের কালীগঞ্জে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় রঘুনাথপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে উপজেলার রঘুনাথপুর রোস্তম আলী স্কুল মাঠে অনুষ্টিত ফাইনাল ম্যাচে টাইব্রেকারে বারবাজার ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে রঘুনাথপুর ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রানার্সআপ দলকে একটি ছাগল পুরষ্কার তুলে দেন।
বিকালে রেফারি সফিকুল ইসলাম মিঠু বাঁশি ফুঁকিয়ে দিয়ে খেলা শুরু করেন। শুরু থেকেই উভয় দলের পাল্টাপাল্টি আক্রমনে দারুন উপভোগ্য হয়ে উঠে এ ম্যাচটি। প্রথমার্ধের ও দ্বিতীয়ার্ধের কোনো দলই গোল করতে না পারায় টাইব্রেকারে গড়াই। এতে টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বারবাজারকে পরাজিত করে রঘুনাথপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলাটি দেখতে কয়েক হাজার দর্মকের সমাগম ঘটে।
খেলা শেষে মনোয়ার হোসেন অসীমের পরিচালনায় পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি এমপি আনার বিজয়ী ও রানাস আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা যুগ্ন সচিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওমর ফারুক, সাবেক এমপি আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ রাখালগাছি ইউনিয়নের সকল ইউপি সদস্য, ইউনিয়ন আওমীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, আওমীলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, লুুৎফর রহমান লাড্ডু, ইসমাইল হোসেন টিপু, দরবেশ আলী, হুমায়ন আহমেদসহ আ’ লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।