বাংলাদেশ সরকার শিক্ষাবান্ধব।শিক্ষা খাতে অধিক অর্থ বরাদ্দসহ নানা পর্যায়ে আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকলেও উন্নয়নে ধারা রাখতে ব্যর্থ হচ্ছে উজানগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন। কুষ্টিয়ার ইবি থানার ৫৭নং উজানগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোন প্রকার প্রশ্ন ছাড়াই ৪র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সম্পন্ন করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা খালেদা শিরিন। সরোজমিন গিয়ে জানা যায়, ১৪ডিসেম্বর ৪র্থ শ্রেণীর অংক পরিক্ষা থাকলেও ছিল না কোন প্রশ্ন। ক্লাসের প্রায় ৭০জন শিক্ষার্থীর ৮০নম্বর এর প্রশ্ন ক্লাসের ব্লাক বোডে লেখে পরীক্ষা নেয়া হয়। আজ ১৫ডিসেম্বর সাংবাদিক উপস্থিত হলে ছিলেন না প্রধান শিক্ষিকা।উপস্থিত সহকারী শিক্ষকদের কাছে জানতে চাইলে প্রধান শিক্ষিকা ছুটিতে আছেন বলে তারা জানান। শিক্ষার্থীর এক অভিভাবক তিনি জানান গতকাল আমার মেয়ে অংক পরিক্ষা দিয়েছে কিন্তু কোন প্রশ্ন ছাড়াই, অংকের শিক্ষিকা সাজেদা ম্যাডামের কাছে আমরা জানতে চাইলে তিনি জানান ৮০নম্বরের পরিক্ষা নেয়া হয়েছে, বাকী ২০ নম্বর প্রত্যেক শিক্ষার্থীদের সমান ভাবে দিয়ে দেওয়া হবে। অভিভাবকরা আরো জানান, অংকের প্রশ্ন কেন দেওয়া হয়নি জানতে চাইলে অংকের শিক্ষিকা সাজেদা ম্যাডাম আমাদের সাথে দুর-ব্যবহার করতে থাকেন এমনকি উচ্চ স্বরে বলতে থাকেন প্রশ্ন দেয়নি তাতে কি হয়েছে, যাহা পারেন তাহা করেন। সচেতন কয়েকজন অভিভাবকের কারণে ১৫ ডিসেম্বর দুপুর ২:১৮মিনিট হতে ২:৩৮মিনিট পর্যন্ত আবারও ওই অংক পরিক্ষার বাকী ২০নম্বর এর পরিক্ষা নেয়া হয়। কিšুÍ কমল মতি শিক্ষার্থীদের এই দিনে পরিক্ষা ছিল বিজ্ঞান। সকাল ১১:৪৭মিনিটে বিজ্ঞান পরিক্ষায় অংশ নিয়ে শেষ হয় ২টায়, তার পর থেকে আবার ২০নম্বর এর অংক পরিক্ষায় অংশ গ্রহণ করতে হয় । তবে শিক্ষার্থীরা জানেন না আজ তাদের বাকী অংকের ২০ নম্বরের পরিক্ষা দিতে হবে। কোন নির্দ্দেশনা ছাড়াই পরিক্ষা দিতে হয় শিক্ষার্থীদের।এই পরিক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী ক্ষুধার্থ,ও অ-সুস্থ্য হয়ে পড়েন। শিক্ষকদের ভুলের কারণে শিক্ষার্থীদের প্রায় সময় নানা পরিক্ষায় ভুগান্তিতে পড়তে হয়। এলাকাবাসির অভিযোগ মাস্টারা ঠিকমত ক্লাস ও লেখাপড়া করান না। অনেক সময় কোন অফিসিয়াল ছুটি ছাড়াই ইচ্ছেমত ¯ু‹লে আসা-যাওয়া করেন শিক্ষক-শিক্ষিকাগন। ঠিকমত ক্লাসে পাঠদান না করার ফলে স্কুল থেকে ঝড়ে পড়ছে শিক্ষার্থী, মেধাশূণ্য হয়ে পড়ছে অনেকই ।