নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছমির মুন্সিরহাট বাজারে মা মরিয়ম সুপার সপের উদ্বোধন করা হয়েছে। জে.এম.আই গ্রুপের কর্নধার সি,আই,পি আবদুর রাজ্জাক দুলাল রোববার সকালে আনুষ্ঠানিক ভাবে ওই সুপার সপের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন-সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সুপার সপের সত্ত্বাধিকারী তাজুল ইসলাম তাজু, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও আমেরিকা প্রবাসী আব্বাস উদ্দিন, ছমির মুন্সির হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী জয়নাল আবদীন, সেনবাগ প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বশির আহম্মদ, উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি জাকের হোসেন বাবুল, ব্যবসায়ী আহছান উল্লাহ প্রমুখ।
সুপার সপে সকল কাপড় ও গামেন্টর্স, সিরামিক, জুতা, কসমেটিকর্স, মসলা, মাছ, কাঁচা তরি-তরকারী,ফল,শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় সকল পন্য।
এরআগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়