নোয়াখালীর বেগমগঞ্জে ভাইয়ের সামনে বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তারই এক পাষন্ড ভাবির বিরুদ্ধে। নিহতের নাম জান্নাতুল ফেরদাউস বেবি (৩৫), সে আলাইয়ারপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের দিনমজুর নুরুল ইসলাম মুন্সির স্ত্রী। তাদের ৩ অবুঝ সন্তানসহ ১ বিবাহিত কন্যাসন্তান রয়েছে। নুরুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে জানান- তার স্ত্রী বেবি ও বেবির বড় বোন গোলাপি গত মঙ্গলবার ১০ ডিসেম্বর তাদের বাবার বাড়িতে বেড়াতে যায়। তাদের দেখেই ভাই বাবুল ও তার স্ত্রী ফাতেমা ঝগড়া শুরু করে দেয়। একপর্যায়ে তারা বেবিকে ঘরের মধ্যে আটক রেখে মারধর শুরু করে। এ সময় বাবুলের স্ত্রী বেবির মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তার স্বামীকে খবর দেওয়া হয় তার স্ত্রী হার্ট এট্যাক করেছে। পেশায় দিনমজুর নুরুল ইসলাম তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিলে ডাক্তার আশঙ্কাজনক অবস্থা দেখে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন, রাতেই তার মৃত্যু হয়। দিনমজুর নুরুল ইসলামের শশুরপক্ষ ও সমাজপ্রতিরা হার্ট এট্যাকে মারা গিয়েছে বলে চতুরদিকে খবর ছড়িয়ে দিয়ে তড়িগড়ি করে লাশ দাফন করে। মৃত্যুর একদিন পর জানাযায় আসল রহস্য, হার্ট এট্যাকে নয় মাথায় লাঠির আঘাতে মৃত্যু হয় বেবির এমনটাই দাবি তার স্বামীর। তিনি আরো জানান- এমন খবর শুনে কোন এক ব্যক্তির মাধ্যমে কোর্টে অভিযোগ করতে যায়, কিন্তু তার মুর্খতার সুবাদে তাকে মামলার কোন কপি দেওয়া হয়নি। কোনরকমে কথা বলতে পারা দুই অবুঝ মেয়ে ও ছেলে, তাদের আম্মুর মৃত্যুর আসল রহস্য জানতে চায়। এদিকে নিহতের ভাই বাবুল ও তার স্ত্রী এলাকার প্রভাবশালীদের কাছে ধরনা দিচ্ছে বিষয়টি নিয়ে নাড়াচাড়া না করতে।