ফরিদপুরের মধুখালীতে নিয়ম বহির্ভুতভাবে একটি সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুটি সেমি পাকা ভবন অপসারণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কামারখালীতে অবস্থিত বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দাম নির্ধারণ করেই সেমি পাকা ওই ভবন দুটি অপসারণ করা হচ্ছে।
ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে আনুমানিক দুই একর জমির উপর ১৯৭০ সালে ‘কামারখালী কলেজ’ হিসেবে এ কলেজটি স্থাপিত হয় এলাকাবাসীর উদ্যোগে। স্বাধীনতার পর এ কলেজটির নাম করণ করা হয় কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রি কলেজ হিসেবে। পরবর্তিতে কলেজটি সরকারিকরণ করা হয়। এ কলেজে বর্তমানে শিক্ষার্থী রয়েছে নয় শতাধিক। শিক্ষক আছেন ১৮জন।
কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, সরকারি কোন ঘর বিক্রি করতে হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দাম নির্ধারণ করা, জেলা প্রশাসকের কাছ থেকে বিক্রির অনুমোতি নেওয়া এবং প্রকাশ্য নিলাম করে তা বিক্রি করার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু কোন নিয়ম না মেনে কলেজের অধ্যক্ষ নিজ উদ্যোগে ভবন দুটি অপসারণ করছেন। গত বুধবার থেকে এ অপসারণের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, কামারখালী বাজারের ঠিকাদার শাহীনুর রহমান পরিত্যক্ত এ সেমি পাকা ভবন দুটি কিনেছেন।
এ ব্যাপারে ঠিকাদার শাহীনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করে বলেন, ওই সেমি পাকা ভবন দুটি আমি কত টাকায় কিনেছি তা আমার কাছ থেকে না শুনে অধ্যক্ষের কাছ থেকে জেনে নেন।
অভিযোগ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, সরকারি নিয়ম মেনেই এ সেমি পাকা ভবন দুটি অপসারণ করা হচ্ছে। তিনি দাবি করে বলেন, শিক্ষা প্রকৌশল বিভাগ ওই ভবন দুটির দাম নির্ধরাণ করেছে ১ লাখ ৪ হাজার টাকা। ভবন দুটি অপসারণ করতে খরচ হবে ৬২ হাজার টাকা। ধার্য করা দাম থেকে খরচের টাকা বাদ দিয়ে যে ৪২ হাজার টাকা থাকে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তিনি বলেন, যেহেতু ভবন বিক্রি করে ৪২ হাজার টাকা পাওয়া যাবে এবং এ টাকা ৫০ হাজার টাকার কম বিধায় এ এটি নিলামে দেওয়া হয়নি। এজন্য কলেজের দুই নৈশ্য প্রহরির মাধ্যমে ভবন দুটি অপসারণ করে বিক্রির করা হয়েছে।
ফরিদপুর শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসান শওকত বলেন, অধ্যক্ষ ভবন দুটি অপসারণের কথা আমাকে বলেছিলেন। আমি তাকে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে বলেছিলাম। জেলা প্রশাসক এ ব্যাপারে পরবর্তি করণীয় নির্ধারণ করতে বললে ওই ভবনের দাম মূল্যয়ন করার কথা। তিনি বলেন, জেলা প্রশাসক এ জাতীয় কোন নির্দেশনা তাকে দেননি এবং তার বিভাগ ওই ভবন দুটির দাম নির্ধারণ করেনি।
মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা মনোয়ার বলেন, কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসকের নিকট ভবন অপসারণের জন্য একটি অবেদন করেছিলেন। কিন্তু এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ইউএনও আরও বলেন, ভবন দুটি অপসারণ কাজ শুরু হলে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি প্রকৃত ঘটনা জানার জন্য একাধিকবার অধ্যক্ষকে ফোন করেছেন, কিন্তু অধ্যক্ষ তাঁর ফোনটি ধরেন নি।