১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোকেয়া মনসুর মহিলা কলেজে আলোচনা সভা, প্রামণ্যচিত্র প্রদর্শণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, পরিচালনা পর্ষদের সদস্য মিলন কুমার ঘোষ, সহকারী অধ্যাপক নাজিম উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম, প্রভাষক গোবিন্দ দুলাল বর, সৈয়দ মাহমুদুর রহমান, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার প্রমুখ। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহেরা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবী, মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সম্মৃদ্ধি কামনা করে মোনাজাত করেন কলেজের সহকারী অধ্যাপক বিএম আবেনুর রহমান। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, নজরুল ইসলাম, জয়শ্রী ঘোষ, সুকুমার ঘোষ, শ্রীবাস রায়, প্রভাষক মাসুদুর রহমান, বিলকিস আক্তারসহ কলেজের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে বলে জানা গেছে।