কালিগঞ্জের উকশা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রিজাইডিং অফিসার মনোনয়নপত্র গুলো যাচাই বাছাই করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবীর জানান, ম্যানেজিং কমিটি গঠনের সরকারি নীতিমালা অনুযায়ী প্রিজাইডিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম ৪ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য্য করেন। নির্দ্ধারিত সময়ে প্রতিষ্ঠাতা পদে ১ জন, দাতা সদস্য পদে ১ জন, শিক্ষক প্রতিনিধি (পুরুষ) পদে ২ জন, শিক্ষক প্রতিনিধি (মহিলা)পদে ১ জন, অভিভাবক পদে ৯ জন ও মহিলা অভিভাবক পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে
মনোনয়নপত্র জমা দেন মোট ১০ জন। তফসিল অনুযায়ী নির্দ্ধারিত দিনে প্রিজাইডিং অফিসার প্রতিষ্ঠাতা সদস্য পদে নিরোধ কুমার মন্ডল, দাতা সদস্য পদে আলহাজ্জ্ব গাজী শওকাত হোসেন, সাধারণ শিক্ষক পদে শেখ মনিরুল ইসলাম ও রঞ্জন কুমার মন্ডল, মহিলা শিক্ষক পদে নূর-এ-হাওয়া, অভিভাবক পদে হারাধন মন্ডল, শেখ রেজাউল ইসলাম, এস্কান বরকন্দাজ ও আনন্দ কুমার মন্ডল এবং মহিলা অভিভাবক পদে অসীমা মন্ডলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।