যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধা ভালোবাসায় রংপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সস্তানদের স্মরণে দিনব্যাপী পালন করা হয় বিভিন্ন কর্মসূচী। অর্ধনিমিত রাখা হয় জাতীয় পতাকা। উত্তোলন করা হয় কালো পতাকাও। গতকাল শনিবার দিবসের প্রথম প্রহরে কালেক্টরেট সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভাগীয় ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন ও সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি বিনশ্র শ্রদ্ধা নিবেদন করেন।
এরআগে সকাল আট থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধার মিছিল এসে জড়ো হয় কালেক্টরেট সুরভি উদ্যানে। সকাল নয়টায় রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা পুষ্পাঞ্জলি অর্পন করে। রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শন, বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, দফতর সম্পাদক আমিন উদ্দিন, জেলা মহিলা লীগের সভাপতি মরতুজা মনসুর, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচী পালন করেন।