আশাশুনি উপজেলার বড়দলে এক স্কুলছাত্র উধাও হয়ে গেছে। নিখোঁজ ছাত্রের নাম রনি হাসান।
বড়দল ইউনিয়নের মধ্যম বড়দল গ্রামের শাহাদাৎ মোল্যার পুত্র ও বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার ফরম ফিলাপের জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন তার পিতা ও মাতা। তাদের চেনা জানা আত্মীয়-স্বজন সহ তার বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান মেলেনি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে লাল রঙের গেঞ্জি ও পুরোনে কালো রংয়ের ট্রাউজার ছিল। তার গায়ের রঙ পরিষ্কার। কোন ব্যক্তি তার সন্ধান পেলে চাচা ফরিদুজ্জামান (ফরিদ) এর ০১৭৫৪২৮৮১০৯ নাম্বারে জানানোর অনুরোধ করা হয়েছে।