আশাশুনি উপজেলার তেঁতুলিয়া ও বুধহাটা বাজারে ৩ দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে হতাশার সৃষ্টি হয়েছে।
উপজেলার তেঁতুলিয়া বাজারে ব্যবসায়ী ফকরাবাদ গ্রামের বিমল কৃষ্ণ কুন্ডুর পুত্র জয়ন্ত কুন্ডু শুক্রবার দিবাগত রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা দোকানের শার্টার ভেঙ্গে নগদ টাকা, সিগারেটসহ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে তেঁতুলিয়া গ্রামের আমজেদ মোড়লের পুত্র মফিজুলের ফ্লেক্সি ও ওষুদের দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, ঔষধ, ট্যাব, সীমসহ ৫০ সহ¯্রাধিক টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল। এদিকে বুধহাটা বাজারের দক্ষিণ দিকে জনতা ডিজিটাল ক্লিনিকের সামনে বুধহাটা ব্যাটারী ঘরে চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক মাহাবুবর রহমান, পরিচালনা করেন বাবলু হোসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে শার্টার ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা এবং দু’টি ব্যাটারী (মূল্য ৪০ হাজার টাকা) চুরি করে নিয়ে গেছে।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর তেঁতুলিয়া বাজারে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার ও ব্যবসায়ীরা আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় বাজারের জন্য নাইট গার্ড রাখার কথা বলা হয়। নাইট গার্ড রাখার আগেই চুরির ঘটনা ঘটলো।