আশাশুনি সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বুদ্ধিজীবিদের স্মরণ ও দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হোসেন আলি, প্রভাষক মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ গোলাম কবির, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক বাকী বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি ড. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, বুদ্ধিজীবি হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার নীল নকশা বাস্তবায়ন করা হয়েছিল। মামননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশকে বিশ^ দরবারে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। সবশেষে শহীদ বুদ্ধিজীবি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আরবী বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিম।