মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুধু করেন প্রার্থীরা। প্রচারণার প্রথম দিনেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠু সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী হাজী আক্তার হোসেন ও মমিন আলীর ৫ সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত গজারিয়া থানায় ৩টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী হাজী আক্তার হোসেন জানান, প্রতীক পাওয়ার পর বিধি সম্মতভাবে তিনি ও তার সমর্থকরা প্রচারণা চালাচ্ছিলেন। এর মধ্যে গতকাল শুক্রবার রাতে জামালদী এলাকায় তার ২ সমর্থক জাহিদ (১৯) ও রায়হান (২০) কে পিটিয়ে আহত করে মনিরুল হক মিঠুর সমর্থকরা। এ সময় তারা তার ব্যানার, পোস্টার ভাংচুর ও পুনরায় পোস্টার লাগাতে আসলে তাদের প্রাণনাশের হুমকী দেয়। এদিকে পৃথক ঘটনায় সামছুদ্দিন (৩৪) নামে তার আরেক সমর্থকের উপরেও মিঠুর লোকজন হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। দুটি ঘটনায় থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে।
আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মমিন আলী জানান, শুক্রবার বিকালে হোসেন্দী সিটি গ্রুপ শিল্পপল্লীর সামনের রাস্তায় তার ২ সমর্থকের উপর হামলা চালায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনিরুল হক মিঠুর লোকজন। হামলায় আহত হয় ওমর ফারুক ওরফে ফয়সাল (২৫), মোঃ আরিফ সরকার (২২)। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহতদের মধ্যে মোঃ আরিফ সরকারের অবস্থা আশংকাজনক।
এদিকে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবিতে স্বতন্ত্র প্রার্থী হাজী আকতার হোসেন রির্টানিং কর্মকর্তা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গজারিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারক লিপি দিয়েছেন।
বিষয়টি সম্পর্কে জানতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনিরুল হক মিঠুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হামলার বিষয় সম্পর্কে তিনি অবগত নন। বিশেষ একটি মহল নির্বাচনে সুবিধা হাসিলের জন্য তার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে।
এদিকে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও প্রার্থীদের পরস্পরের প্রতি সহনশীল হবার পরামর্শ দিয়েছেন মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। এ লক্ষ্যে ৫ চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে শনিবার সকালে গজারিয়া থানায় একটি আলোচনা সভার আয়োজন করেন তিনি। কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ও সহিংসতা করার চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ার করে দেন তিনি।