একাত্তরের ২৬ মার্চ রেডিও যোগে স্বাধীনতার খবর পেয়ে অবসর সেনা কর্মকর্তা জয়নুল আবেদীন ঘর থেকে বেরিয়ে পড়েন। ঘরে ছিল দ্বোনলা বিশিষ্ট একটি আগ্নেয়াস্ত্র (বন্দুক) এবং কিছু কার্তুজ। তা নিয়ে তিনি অগ্রসর হন যুদ্ধাভিমুখে। জয়নূলকে বাঁধা প্রদান করেন তার স্ত্রী হাজেরা মানিক। কিন্তু তিনি সুকৌশলে স্ত্রীকে এড়িয়ে যান।
জয়নুল চিতলমারী উপকন্ঠে সমবেত জনতার উপস্থিতিতে পশ্চিমা শাসকগোষ্ঠিকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবার জন্য এক জ্বালাময়ী ভাষন দেন।
এ সময় তার ভাষনে স্বদেশ প্রেমে উদ্ধুদ্ব হয়ে তৎকালীন কিছু ইপিআর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য সেচ্ছায় জয়নুলের সাথে অগ্রসর হন বাগেরহাট হয়ে খুলনার গল্লামারী রেডিও সেন্টার অভিমূখে। মূললক্ষ্য ছিল গল্লামারী রেডিও সেন্টার এলাকায় মুক্তিযোদ্ধার ঘাঁটি স্থাপন করা, পাকসেনাদের অবস্থান দেখা ও যুদ্ধের নকশা তৈরি করা।
যুদ্ধের পরিকল্পনা শেষে সাথী মুক্তিযোদ্ধাদের নিয়ে ৩রা এপ্রিল ১৯৭১ রাত ১২টায়, নির্মিয়মাণ সিটি কলেজ হোস্টেলের চিলেকোঠায় অবস্থান নেন জয়নূল । পরদিন সকালে পাকসেনাদের গাড়ি আসতে শুরুকরে। জয়নুল ওই গাড়ি বহরে গোলাবর্ষণ করতে থাকেন। একেএকে ধ্বংস হয় পাকসেনাদের একটি জিপ ও দুটি মিলিটারি ট্রাক। তুমুল যুদ্ধে এলোপাথাড়ি গোলাবর্ষণে জয়নুলের সাথী মুক্তিযোদ্ধারা পিছু হঠে গেলেও। রনাঙ্গনে জয়নুলের বুলেটের আঘাতে ৭৪ জন পাকসেনা নিহত হয়।
এ সম্মুখ যুদ্ধে এক সময় পাকসেনাদের ব্রাশ ফায়ারে জয়নুলের বুক, মাথা এবং শরীরের বিভিন্ন স্থান ঝাঁঝরা করে দেয়। নিস্তব্দ হয়ে যান মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি শহীদ সুবেদার মেজর জয়নূল আবেদীন মানিক মিয়া। স্বামী শহীদ হবার খবর শুনে অন্তঃসত্ত্বা হাজেরা মানিক অচেতন হয়ে পড়েন। পুনরায় তার জ্ঞান ফেরেনি, তিনিও শহীদ হন।
বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের মরহুম শেখ লেহাজ উদ্দীন শেখের জ্যেষ্ঠপুত্র শহীদ জয়নুল আবেদীন মানিক মিয়া একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন। কিংবদন্তি এ শহীদ মুক্তি যোদ্ধার জন্মভূমি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।
স্বাধীনতার ৪৮ বছর পেরিয়ে গেলেও তাঁর নামে এখানে হয়নি কোন স্মৃতিফলক। ফলে তাঁর জন্মভূমি চিতলমারীর বর্তমান প্রজন্মের প্রায় ৯৯ ভাগ মানুষ জানেনা- শহীদ জয়নুল আবেদীন মানিক মিয়া কে ছিলেন,দেশের স্বাধিনতা সংগ্রামে কী ছিল তার বীরত্বের ইতিহাস।
খুলনার নিরালা সিটি কলেজ ছাত্রাবাস চত্ত্বরে রয়েছে তার মাজার এবং খুলনার সোনাডাঙ্গায় রয়েছে শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীন মানিক মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। আর যুদ্ধস্থল গল্লামারী স্মৃতিসৌধ সংলগ্ন মুক্তিযোদ্ধাদের তালিকার শীর্ষে রয়েছে তাঁর নাম।
মুক্তিযুদ্ধের তালিকায় নতুন নাম অন্তর্ভূক্তিতে যতটা গুরুত্ব দিতে দেখা যায়, তার কিঞ্চিৎ পরিমাণ উদ্যোগও নিতে দেখা যায়নি এই অকুতোভয় চিতলমারীর সন্তানের মুক্তিযোদ্ধার বীরত্বের ইতিহাস বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরার ক্ষেত্রে। অথচ তাঁর নামে ২০১৪ সালে চিতলমারীতে গঠিত হয় ‘‘শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীন মানিক মিয়া ও হাজেরা মানিক স্মৃতি সংসদ’ । যার ৯ সদস্যের উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি রয়েছে। সেখানে পদাধিকারবলে সভাপতি চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাধারণ সম্পাদক রয়েছেন মানিক মিয়ার ছোট ছেলে শেখ মোঃ শামসুদ্দোহা বাঙ্গালী। প্রাথমিক পর্যায়ে চিতলমারী শহীদ মিনারের সামনে ওয়াপদা রাস্তার পাশে একটি সাইনবোর্ড কিছুদিন দেখা গেছে। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই শক্তিশালী কমিটির কোন কার্যকারিতা নজরে তো পড়েই না; উপরন্তু নাম সর্বস্ব সাইনবোর্ডটিও বর্তমান নেই।
কিন্তু দুঃখের বিষয় এখনও তার নামে চিতলমারীর প্রাণকেন্দ্রে একটি স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়নি। উপজেলা সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দুরে মুক্তিযুদ্ধের এই মহান আত্মত্যাগী বীরের আড়ুয়াবর্নী গ্রামের যে ঘরটিতে জন্ম গ্রহন করে ছিলেন সে ঘরটি জরাজীর্ন অবস্থায় আজও জয়নুলের স্মৃতি বহন করছে। সেখানে বসবাস করছেন তাঁর ছোট ভাই অবঃ শিক্ষক শেখ নোয়াবালী ।
‘শহীদ সুবেদার মেজর জয়নুল আবেদীন মানিক মিয়া ও হাজেরা মানিক স্মৃতি সংসদেরর সাধারণ সম্পাদক(তাদের কনিষ্ট পুত্র) শেখ মোঃ শামসুদ্দোহা বাঙ্গালী বর্তমানে খুলনায় অবস্থান করেন। তিনি বলেন ‘‘সংসদের উন্নয়নের জন্য প্রচেষ্টা চলছ্।ে