কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাগরণী বহুমুখী বালিকা বিদ্যাবীথি উচ্চ দ্যিালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচস সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই ভোটগ্রহণ শেষ হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ম্যানেজিং কমিটির এই নির্বাচনে ৮ জন প্রার্থী সদস্য পদে নির্বাচন করেন এবং ৩শ ২৩ জন ভোটারের মধ্যে ২শ ৭৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাজু আকন্দের ৮ প্রতীক ১শ ৪৫ ভোট, মো. দুলাল মিয়ার ২ প্রতীক ১শ ৩২ ভোট, রফিকুল ইসলাম রতনের ৫ প্রতীক ২শ ৩৪ ভোট এবং ফারুক আহমেদের ৩ প্রতীক ১শ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার কামরুল হাসান জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।