পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স চালানো যাবে না, ভালো কথা। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোয় তো চলবে। আর সেখানে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেবেন, তখন তাদের অধ্যয়ন, গবেষণা থাকবে কোথায়? গতানুগতিক কোর্সের বাইরে কিছু শর্টকোর্স পৃথিবীর বেশীরভাগ নামী-দামী বিশ্ববিদ্যালয়েই রয়েছে। তাই বলে নিয়মিত শিক্ষাদান ও গবেষণাকে উপেক্ষা করে নয়। অতিরিক্ত কোর্সগুলোও বরং নিয়মিত ছাত্র ও গবেষণাকে সমৃদ্ধ করার উপলক্ষ হয়। কিন্তু একথাও ঠিক, আমাদের বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সগুলো একদমই তা নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের সরাসরি সমালোচনা করেছেন। তার এ সমালোচনার ইঙ্গিত ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক অনুষদ পরিচালিত সান্ধ্যকালীন কোর্সের দিকে। তিনি এসব কোর্স থেকে সনদ নিয়ে ছাত্ররা লাভবান না হলেও শিক্ষকরা ঠিকই আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সান্ধ্যকালীন কোর্স না চালানোর নির্দেশনা দিয়েছে। শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ হলে ‘একচেটিয়া’ ব্যবসা করবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো।
ইউজিসির তথ্যানুযায়ী বর্তমানে দেশে ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশেই সান্ধ্যকালীন কোর্স রয়েছে। ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সান্ধ্যকালীন যে প্রোগ্রামগুলো চালু রয়েছে তা বন্ধ হলে, শিক্ষার্থীরা বাধ্য হয়ে প্রাইভেটে ভর্তি হবে। এ জন্য সংশ্লিষ্টরা মনে করছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সান্ধ্যকালীন কোর্সে ভর্তি বন্ধ করলে সবচেয়ে বেশি লাভবান হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো।
এ কথা বলতেই হবে, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছে, তা চলতে দেয়া যায় না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এখনই যথাযথ নিয়ম পালন ও দুর্নীতি-অনিয়ম রোধে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ইউজিসি একযোগে কাজ করে বর্তমান অবস্থার অবসান ঘটাতে সক্ষম হবে। সংশ্লিষ্টদের মনে রাখতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয় চলে জনগণের টাকায়। ফলে তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে এবং প্রাপ্ত অর্থ ও সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সান্ধ্যকালীন কোর্সের মাধ্যমে শুধু শিক্ষকরাই যে লাভবান হচ্ছেন তাই নয়, বিশেষ করে মেধাবী কর্মজীবীদের জন্য এ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত বিভিন্ন পেশাজীবীরা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পদায়নের জন্য উচ্চতর ডিগ্রি নিয়ে থাকেন। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক ও অন্যান্য সুযোগ-সুবিধা বেশি থাকায় জ্ঞানপিপাসুরা এখানে ভর্তি হতে আগ্রহী হয়ে থাকেন। এখন যদি সান্ধ্যকালীন কোর্স বন্ধ করা হয় তাহলে এসব শিক্ষার্থী বাধ্য হয়েই প্রাইভেটে যাবে। এক্ষেত্রে তাদের পড়ার খরচ বেড়ে যাওয়াসহ সুবিধাজনক লোকেশনে শিক্ষার্জনের সুযোগ হারাবে। এমনকি দেখা যাবে পাবলিকের টিচাররাই প্রাইভেটে গিয়ে ক্লাস নিচ্ছেন। তাই আমরা মনে করি, কোর্সগুলো বন্ধ না করে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। এ ক্ষেত্রে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষকদের শিক্ষাদানের ক্ষেত্রে কতিপয় বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে।