কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২০ এবং ২১ ডিসেম্বর। ওই সম্মেলন সফল করতে ১২টি উপ-কমিটিও গঠন করা হয়েছে। দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত এসব কমিটি সম্মেলনের সবধরনের প্রস্তুতি নিচ্ছেন। আর এই সম্মেলন প্রস্তুতির মধ্যদিয়েই কমিটিতে জায়গা পাওয়ার জোর লবিং-তদবিরও সেরে নিচ্ছেন দলীয় নেতারা। তবে এবারের কেন্দ্রীয় নেতৃত্বে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে এখন থেকেই। এবার নানা কারণে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে সাবেক ছাত্রনেতাদের স্থান দেয়ার গুঞ্জনও বইছে। ফলে কমিটিতে আসতে পারেন চট্টগ্রামের অনেক নেতা। চট্টগ্রাম শহরে তাদের নামও ঘুরেফিরে আলোচনায় আসছে। চট্টগ্রামের স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ত্যাগী নেতারা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাবেন বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কারা আসছেন আর কারা বাদ পড়ছেন; তা জানা যাবে সম্মেলনে কমিটির তালিকা প্রকাশ করার পর।
একাধিক সূত্র জানায়, ১/১১ সময় দলের অধিকাংশ নেতার কর্মকা-ে অসন্তোষ ছিলেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০০৯ সালে সম্মেলনে সমালোচিতদের বাদ দিয়ে কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনেন। এবার ক্যাসিনোকান্ডসহ অনৈতিক নানা কর্মকা-ে দলের একশ্রেণির নেতাদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। যে কারণে ২০০৯ সালের পর এবারের কমিটিতেই বড় ধরনের একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে দলের সাধারণ সম্পাদক বিভিন্ন সভা-সমাবেশে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা সংস্থা ও দলীয় জরিপ পর্যালোচনা করে এবারো বর্তমান কমিটির অর্ধেক নেতাকে বাদ দেয়ার পরিকল্পনা করছে ক্ষমতাসীন দলটি। এক্ষেত্রে তৃণমুলে যারা সন্ত্রাস আর দুর্র্নীতিকে লালন-পালন করেছেন তারাই দলের পদ থেকে ছিটকে পড়বেন বলে জোরালো গুঞ্জন চলছে চট্টগ্রামে। আওয়ামী লীগের এক সভায় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কমিটিতে পরিবর্তন আসবে। সভানেত্রী শেখ হাসিনা ছাড়া সব পদেই পরিবর্তন আসতে পারে। তবে এটা বাদ পড়া না বলে দায়িত্বের পরিবর্তন হয় মাত্র। এবারের সম্মেলনে শুদ্ধি অভিযানের প্রভাব থাকবে। যারা ইতোমধ্যে বিতর্কিত তারা কমিটিতে কোন স্থান পাবেন না। নতুন-পুরানো মিলিয়েই কমিটি হবে। অনেকের পদ পরিবর্তন হতে পারে। আসতে পারেন নতুন মুখও।’
দলীয় সূত্র জানায়, আস্থা ও ভালোবাসার মূর্তপ্রতীক হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারো সভাপতি হবেন। আর সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন দৌড়ঝাঁপ করছেন। এই পদে পরিবর্তন হলেও হতে পারে। এবার পদ হারাতে পারেন বর্তমান কমিটির বহু নেতা। এতে অবাক হওয়ারও কিছু নেই। আবার নতুন করে যোগও হবেন কেউ কেউ। আর কমিটিতে চট্টগ্রামের নেতাদের আধিপত্য থাকবেই এমনটাই আলোচনা চলছে। এরইমধ্যে গত কমিটিতে থাকা তিন নেতা পদোন্নতি পেতে পারেন। উপদেষ্টা পরিষদেও চট্টগ্রাম থেকে নতুন কেউ আসতে পারেন। বিগত কাউন্সিলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্থান পাওয়া ছিল চট্টগ্রামবাসীর জন্য বড়ই চমক। পরে প্রেসিডিয়ামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদে ড. অনুপম সেন, ইসহাক মিয়া, ড. প্রণব কুমার বড়-য়া, প্রচার সম্পাদক পদে ড. হাসান মাহমুদ, উপ-সম্পাদক পদে আমিনুল ইসলাম ও ব্যারিস্টার বিপ্লব বড়-য়ার ঠাঁই হয়। পরে ইসহাক মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়। কমিটির সদস্য করা হয় রাঙামাটির দীপংকর তালুকদারকে। সে সময় কয়েক ধাপে কমিটি ঘোষণায় ব্যারিস্টার বিপ্লব বড়-য়াকে প্রথমে সদস্য ও পরে উপ-দপ্তর সম্পাদক করে চট্টগ্রামবাসীর জন্য আরো একটি চমক দেন আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনা।
এবার ২১তম কাউন্সিলে ঘুরেফিরে আলোচনায় আছেন গত কমিটিতে থাকা চট্টগ্রামের এসব নেতারা। এর বাইরেও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল কমিটিতে আসতে পারেন। এবারই প্রথম বারের মতো কক্সবাজার থেকে একজন নেতাকে কমিটিতে জায়গা দেয়ার কথাও শোনা যাচ্ছে। তবে দল ও সংগঠন পৃথকের যে পরিকল্পনা আছে আওয়ামী লীগের তার বাস্তবিক রূপ দেয়া হলে হিসেব-নিকেশটা একেবারেই পাল্টে যেতে পারে। কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সূত্র জানায়, এবারে কমিটিতে কারা আসবেন তা শুধুমাত্র নেত্রীই জানেন। অত্যন্ত নান্দনিক ও জাঁকজমকভাবে সম্মেলনের এখন পুরোদমে প্রস্তুতি চলছে। ত্যাগী প্রবীণ-নবীণের সমন্বয়ে ডায়ানামিক নেতারাই এবার নেতৃত্বে আসবেন। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, তার জন্য কমিটির তালিকা প্রকাশ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে।