আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষ্যে আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।
আলোচনা সভায় বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন-- শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সহকারি কমিশনার ( ভুমি) মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা: হরিপদ রায়, সাধারন সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক আকরাম খান, শুভ্র ধর, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দ্ত্ত, মোহনা টেলিভিশনের শ্রীমঙ্গল প্রতিনিধি ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল, শিক্ষক নেতা জহর তরফদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।
আলোচনা সভায় স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন--উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়েরর নবম শ্রেনির ছাত্রী আইরিন বেগম ও বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র নুর মোহাম্মদ মারুফ।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্হিত ছিলেন।