গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূয়া জমির দলিল দেখিয়ে সেটেলমেন্ট কর্মকর্তার সাথে আতাত করে নিজের নামে মাঠ রেকর্ড করে নিলেন ভূমির্দশ্যুরা।
অভিযোগ সুত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের মৃত-আব্দুল কাদের মন্ডলের ছেলে আব্দুল জলিল মন্ডল গংদের পৈত্তিক জমি আপন জৈঠাতো ভাই এলাকার ভূমিদশ্যু মৃত- আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম গংগেরা দুইটি ভূয়া দলিল দেখিয়ে সেটেলমেন্ট কর্মকর্তাদের সাথে আতাত করে মাঠ জরিপ রেকর্ড করিয়ে নেন।
ভুুক্তভোগি আব্দুল জলিল মন্ডল জানান, মৃত-আব্দুর রহমান মন্ডল ও আমার পিতা আব্দুল কাদের মন্ডল আপন দুই ভাই। জীবত অবস্থায় আমার পিতা কোন জমিজমা কাহারো নিকট বিক্রয় করে নাই। তিনি আরো বলেন, আমার পিতার পৈত্তিক সব সম্পদ আমাদের দখলে আছে এবং জমিতে বিভিন্ন প্রজাতির ফসলাদি উৎপদন করা হচ্ছে। নজরুল গংগেরা তার পিতা আব্দুল কাদের মন্ডলকে দাতা দেখিয়ে ২৭/০৫/১৯৫০ সালের দলিল নং ৩৫৯৪ মুলে তারদহ ও বকচর মৌজার ৩ একর ৯০ শতক ও ১৬-০৬-১৯৫৪ সালের দলিল নং ৩৫০২ মুলে তারদহ মৌজার ৪৬ শতক জমি তাদের দখলে থাকা অবস্থায় ভূয়া এসব দলিল দেখিয়ে মাঠ রেকর্ড করে নেন। আব্দুল জলিল মন্ডল গংগেরা এর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ সহকারী সেটেলমেন্ট অফিসার কার্যালয়ে ৩০ ধারা মামলা করেন এবং জমি কার দখলে আছে সরেজমিনে তদন্ত চেয়ে তিনি এ মামলায় আবেদন করেন। কিন্ত সেটেলমেন্ট কর্মকর্তা নিরঞ্জন রায় এসব আমলে না নিয়ে ভূয়া ওই দুইটি দলিল মুলে নজরুল গংদের নামে মাঠ রেকর্ড ৩০ ধারায় রায় দেন। এর পর ৩১ ধারা মামলা ওই সেটেলমেন্ট অফিসার কার্যালয়ে দায়ের করলে সেটেলমেন্ট কর্মকর্তা দুলাল মিয়া একই ভাবে মাঠ রেকর্ড নজরুল গংদের নামে দিয়ে ৩১ ধারায় রায় প্রদান করেন। এ নিয়ে সচেতন আইনানুগ মহলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কি ভাবে একজন দায়িত্ব শীল কর্মকর্তা ভূয়া দলিল মুলে পৈত্তিক জমি অন্যের নামে মাঠ রেকর্ড করে দেন। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ঠ ভূমি অধিদপ্তরের উর্দ্বর্ত্বণ কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবার।