১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্ষাদায় দিবসটি পালন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ- ৪ আসনের এম পি আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন। বক্তাগন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ ৯ মাস সংগ্রাম চালিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের পরিচয় মিলেছে। বক্তাগন আরো বলেন, সে সময়ে পাক হানাদার বাহিনীর সদস্যরা দেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করেছিল। দেশের জন্য জীবন দিয়ে তাদের এই আতœত্যাগ আমরা কখনই ভুলব না। বাঙ্গারী জাতী তাদেরকে সারাজীবন শ্রদ্ধাভরে স্বরন করবে।
সভাতে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, শহীদ নুর আলী কলেজের প্রভাষক মাসুদ সাজ্জাদ ও মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।