কুড়িগ্রামের উলিপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, সিনিয়ার সাংবাদিক পরিমল মজুমদার প্রমুখ। এরপূর্বে উপজেলা প্রশাসন ও উলিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উলিপুর শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূস্পস্তবক অর্পণ করা হয়।