১৯৭১ সালে যুদ্ধকালীণ সময়ের দুইটি ক্যাম্পের স্মৃতিচারণ সভা করেছেন রনাঙ্গন কাঁপানো বীর মুক্তিযোদ্ধারা। শনিবার সকালে জেলার গৌরনদী উপজেলার সমদ্দারপাড় মধু গোমস্তার বাড়ি এবং ধুরিয়াইল গ্রামের হুজ্জাত আলীর বাড়িতে মুক্তিযুদ্ধকালীণ ক্যাম্পে গিয়ে এ স্মৃতিচারণ করা হয়।
প্রথমেই ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলণ ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বুদ্ধিজীবী এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা মোঃ তাঁরা মিয়ার সভাপতিত্বে যুদ্ধকালীণ ক্যাম্পের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরদার, আব্দুল মজিদ সরদার, আব্দুল মালেক খান, এমএ রব, সিপিবির গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সভাপতি মনোজ কুমার গোমস্তা, মুক্তিযোদ্ধা আব্দুল হক সরদার, আব্দুল গণি মৃধা, আলতাফ হাওলাদার প্রমুখ।