জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে আড়াইশ’ বিঘা তিন ফসলি জমি খনন করে কৃত্রিম জলাশয় তৈরী করে মাছ চাষ প্রকল্প গ্রহণ করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে আমন-আউস ও ইরি-বোরো ধানসহ অন্যান্য ফসল চাষ করতে না পারায় বিপাকে পড়েন এলাকার দরিদ্র কৃষক ও প্রান্তিক চাষীরা। আবাদি কৃষি জমিতে জলাশয় তৈরী বন্ধ করা না গেলে কৃষি জমি কমে গিয়ে স্থানীয় ভাবে খাদ্য উৎপাদন কমে যাওয়ার পাশাপশি পরিবেশ বিপর্যয় দেখা দিবে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর সদর শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া ও গোদাশিমলা গ্রামের প্রায় ৩ বছর আগে দেড়শ’ বিঘা আবাদী জমি খনন করে কৃত্রিম জলাশয় তৈরী করে মৎস্য খামার গড়ে তুলেন বেড়া পাথালিয়া গ্রামের রব্বানীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ওই মৎস্য খামার সম্প্রসারণ করতে জমির মালিকদের ধান চাষের চেয়ে অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে এবারও প্রায় ১শ’ বিঘা জমি জমি লীজ নেয় তারা। তাদের এই জমিতে যেখানে মৎস্য খামারের জন্য খনন করা হচ্ছে সেই জমিগুলো তিন ফসলি কৃষি জমি। শত শত বছরের কৃষি জমিগুলোতে এলাকার কৃষকরা আমন, আউস ও ইরি-বোরো ধান ও সরিষাসহ বিভিন্ন ফসল আবাদ করে আসছেন। ধান আবাদের চাইতে প্রতি বছর চুক্তিতে প্রতিবিঘা ৮ হাজার টাকায় ভাড়া নিয়ে এবং কারো কারো কাছ থেকে জোর করে কম দামে জমি কিনে নেয় স্থানীয় গোলাম রব্বানী, রাসেল ও লিটন নামের প্রভাবশালী তিন ব্যক্তি। সরকারি আইনকে তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে তিন ফসলি কৃষি জমি খনন করে জমির শ্রেণি পরিবর্তন করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয় কৃষক মো. কালাচান রফিকুল ইসলান বলেন, প্রভাবশালী একটি চক্রের মৎস্য খামারের মাঝখানে পড়ছে তার এবং প্রতিবেশীর আরো চারটি পরিবারের বসতভিটা-ঘরবাড়ি। তারা জমি ভাড়া দেননি বলে ওই প্রভাবশালী চক্রটি তাদেরকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এ ভাবে কৃষি জমি খনন করে কৃত্রিম জলাশয় সৃষ্টি করে মাছচাষ করে অধিক লাভবান হলেও এলাকার কৃষি জমি কমে যাচ্ছে যা পরবর্তি কোন দিন কৃষি কাজে ফিরে আসবে না। সম্প্রতি ওই চক্রটি স্থানীয় শিল্পপতি মো. জুলহাস উদ্দিনের প্রায় ১৭ বিঘা জমিসহ আরো অন্তত ১০০ বিঘা জমি কৃষকদের প্রলোভন দেখিয়ে ভাড়া নিয়ে বিশাল এলাকাজুড়ে কৃষি জমিতে ভেকু মেশিন দিয়ে খননের কাজ চলছে। এ নিয়ে স্থানীয় অধিকাংশ কৃষকদের ধানসহ অন্যান্য ফসল চাষের জমি হারিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় দরিদ্র কৃষকরা। এতে ওই সব কৃষক পরিবারসহ প্রান্তির চাষীরা ধানসহ অন্যান্য ফসল আবাদ করতে না পারলে বছরের খাবার সংগ্রহ অনিশ্চিত হয়ে পড়বে তাদের।
অপরদিকে অনেকের বসতবাড়ি খামারের ভিতরে পড়ায় বাপ-দাদার ভিটা অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। তাই এলাকাবাসি তিন ফসলী কৃষি জমি খনন জলাশয় তৈরী বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তারা।
কৃষি জমি খননকারী প্রভাবশালী চক্রের অন্যতম গোলাম রব্বানী অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমরা কৃষকের কাছ থেকে প্রভাব খাটিয়ে জমি ভাড়া নেইনি। ধান আবাদে লাভ হয় না বিধায় কৃষকরাই আমাদের কাছে জমি ভাড়া দিয়ে লাভবান হচ্ছে। অনেকেই জমি বিক্রি করে দিচ্ছেন।’ কৃষি জমি খনন করে মৎস্য খামার গড়ে তোলার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদূত্তর দিতে পারেননি।
এ প্রসঙ্গে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম বলেন, ‘ জমির শ্রেণি পরিবর্তন করার কোন ব্যাক্তি বা গোষ্ঠির কোনো এখতিয়ার নেই। এখানে কৃষি জমি খনন করে জমির শ্রেণি পরিবর্তন করে আইনভঙ্গ করা হচ্ছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিনের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন,এলাকায় সরেজমিনে গ্রামবাসীর অভিযোগের সত্যতা পেয়েছি। তাই কৃত্রিম জলাশয় তৈরির কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। এক্ষেত্রে কোনোরূপ আইন ভঙ্গ হয়ে থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’