দৈনিক ঢাকা টাইমস ও এই সময় এর সম্পাদক আরিফুর রহমান দোলন’কে পর পর দুইবার শীর্ষ সন্ত্রাসী শাহদাত ও সুব্রতবাইন পরিচয়ে হুমকি দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে পত্রিকার নোয়াখালী অফিস এ কর্মসূচির আয়োজন করে।
দৈনিক ঢাকা টাইমস ও এই সময় এর জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান রিয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আকাশ মোহাম্মদ জসিম।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার, সাইফুল্লাহ কামরুল, আবদুর রহিম বাবুল , মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ,সুমন ভৌমিক, আজাদ ভূঁইয়া, মুলতানুর রহমান মান্না মাওলা সুজন, ফয়জুল ইসলাম জাহান,ইকবাল হোসেন সুমন ,আসাদুজ্জামান কাজল, আসম সাঈদ, মাহবুবুর রহমান বাবু, দিদারুল আলম’সহ অনেকে।
এসময় সাংবাদিকরা আরিফুর রহমানকে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হুমকির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও করেন তারা।