আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে দোকানে হামালা চালিয়ে মালিককে বেধে মারপিট করে নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জামালনগর গ্রামের মৃত হাসেম শেখের পুত্র ইউসুফ বাদী হয়ে থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, ইউসুফের শ্বশুর গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আবদুল গাজীর পুত্র রুহুল আমিনের সাথে একই গ্রামের মৃত শেহের আলী সরদারের পুত্র আবুল কাশেম, আবুল কাশেমের পুত্র হাসান ও বিল্লালের জমাজমি নিয়ে বিরোধ চলছে। রুহুল আমিন উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ১৩/২০১৯ নং পিটিশন মামলা দায়ের করেন। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম দুপক্ষের কাগজ পর্যালোচনা করে গত ১১ নভেম্বরের আদেশে শ্বশুরের পক্ষে বিবাদীদের পরবর্তী ১৫ দিনের মধ্যে দেড় শতক জমি বুঝে দিতে বলেন। কিন্তু তারা তা না করে, পূর্ব শত্রুতার জের ধরে লাঠি দা, লোহার রড, দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত ১৩ ডিসেম্বর সকাল ৭ টার দিকে তার (ইউসুফের) গোয়ালডাঙ্গা বাজারস্থ আল মদিনা হার্ডওয়ারের দোকানে অবৈধ অনুপ্রবেশ করে তাকে বেদম মারপিট করে। এবং তাকে গামছা দিয়ে বেধে আসবাবপত্র ভাংচুর, বেড়া চাল কেটে ক্ষতিসাধন, গোডাউনে থাকা গ্যারেজের ২ লক্ষ টাকার মেশিনারীজ জিনিসিপত্র লুটপাট, নগদ ৭৫ হাজার টাকা, মোবাইল সেট হাতিয়ে নেয়। স্বাক্ষীরা ঘটনাস্থানে পৌছলে লুটপাট ও হামলাকারীরা মামলা হলে জীবন নাশের হুমকী দিয়ে কেটে পড়ে। এ ব্যাপারে অভিযুক্তদের আসামি করে থানায় লিখিত ইজাহার দাখিল করা হয়েছে।