মুলাদী বন্দরে ভয়াবহ ডাকাতির ঘটনায় আগামী দিনে ব্যবসায়ীদের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মুলাদী পূর্ব বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান রবিন। প্রধান অতিথি ছিলেন মুলাদী-বাবুগঞ্জ আসনের এমপি আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, মুলাদী-হিজলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী, উপজেলা জাতীয় পার্টি সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান। এ সময় উপস্থিত ছিলেন মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দীন মৃর্ধা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আরিফ হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও অনলাইন রূপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান খান শিপু, মুলাদী পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ আঃ রব হাওলাদার, মুলাদী বন্দর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ইমরুজ্জামান রেজিন, বন্দরের ব্যবসায়ী হাজ¦ী মোঃ বাবুল আকন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল হাওলদাার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মেহেদীহাসান ইমাম, মুলাদী বন্দরের ব্যবসায়ী নের্তৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ২ ডিসেম্বর দিবাগত রাতে ৩৫/৪০জন ডাকাত বোমা ফাটিয়ে মুলাদী বন্দরের ৩টি স্বর্ণের দোকানসহ ৪টি দোকানে ডাকাতি করে।