ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে রংপুরে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জিলা স্কুল মাঠে কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, আবু তাহের মোঃ মাসুদ রানা, জেলা প্রশাসক আসিব আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিবসকে ঘিরে রচনা, চিত্রাংঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। কনসার্টে চ্যানেল আই সেরাকন্ঠ, সেরা নাচিয়ের শিল্পীসহ রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জাতীয় পর্যায়ে শ্রী শ্রী গীতা পাঠ প্রতিযোগিতার রংপুর বিভাগীয় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : জাতীয় পর্যায়ে শ্রী শ্রী গীতা পাঠ প্রতিযোগিতার রংপুর বিভাগীয় চূড়ান্ত পর্ব রংপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রংপুর ধর্মসভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এবং রংপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে শ্রী শ্রী গীতা পাঠ প্রতিযোগিতার রংপুর বিভাগীয় চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর বিভাগীয় কমিটির যূগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র দেবনাথ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি শ্রী অজয় প্রসাদ বাবনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হরির্চাদ মন্ডল সুমন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি রতœা ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী মলয় কিশোর ভট্টাচার্য্য।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের অন্যতম সদস্য ভবতোষ সরকার বাচ্চু ও ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক পার্থ বোস। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্য।
উক্ত জাতীয় পর্যায়ে শ্রী শ্রী গীতা পাঠ প্রতিযোগিতার রংপুর বিভাগীয় চূড়ান্ত পর্ব রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি ৩টি ভাগে বিভক্ত করা হয়। ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গ্রুপ-ক, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গ্রুপ-খ এবং নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গ্রুপ-গ।
আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকাস্থ এ প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।