রংপুরে ৩ দিনব্যাপী প্রথম আরএফএল গ্রুপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সকালে রংপুর গলফ এ- কান্ট্রি ক্লাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, প্রাণ আরএফএল গ্রুপের চীফ অপারেটিং কর্মকর্তা মোঃ রাশেদুল রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গলফাররা। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নিচ্ছে।