কচুয়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষ্যে র্যালী,চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও এক আলোচনা সভা গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সত্য মিথ্যা যাচাই আগে,ইন্টরনেটে শেয়ার পরে” তথ্য ও যোগাযোগ সহকারী প্রোগ্রামার মোঃ আসাদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ ্আহম্মেদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদার,একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না,নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, চেয়ারম্যান এ্যাড. পঙ্কজ কান্তি অধিকারী, চেয়ারম্যান মোঃ মকবুল হোসেনসহ উপজেলার বিভিন্ন কলেজ,মাধ্যমিক বিদ্যালয়র ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকএবং ছাত্র ছাত্রীবৃন্দ। সবশেষে প্রধান অতিথি বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করা হয়।