মোল্লাহাট উপজেলার দারিয়ালা গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মোল্লা আসাদুজ্জামান (৯৭) বার্ধক্য জনিত রোগে বৃহস্পতিবার বিবেল ৩.২০টায় উন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাহী রাজীউন। শুক্রবার জুম্মা নামাজ অন্তে দারিয়ালা মাঠে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুনগ্রাহী রেখে গেছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মোল্লা আসাদুজ্জামান’র রাষ্টীয় মার্যাদা প্রদান ও জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহিনুল আলম ছানা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ডেপুটি কমান্ডার শেখ সিরাজুল ইসলাম ছিনু, ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসন ও আ.লীগ নেতা শেখ শহিদুল ইসলাম প্রমূখ।