গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে মারধর করে ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ওই শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল অনুমান ৮ টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাখেরা গ্রামের মৃত মসত উল্লাহ এর ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন বন্ধকী জমির টাকা ফেরত দিতে ও বাড়ী করার জন্য ইট ক্রয়ের ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে পার্শ্ববর্তী নাকাই ইউনিয়নের শীতল গ্রামে পৌঁছিলে এ ঘটনাটি ঘটায় শীতল গ্রামের আবদুল জলিলের ছেলে বাদশা মিয়া ও তার স্ত্রীর বড় ভাই একই গ্রামের মৃত কান্দুরার ছেলে আবদুর রউফ।
উল্লেখ্য শিক্ষক আবুল হোসেনের স্ত্রী সফুরা বেগম এর শীতল গ্রাম মৌজার ২২ শতক জমি কয়েক বছর পূর্বে ৫০ হাজার টাকায় বন্ধক রাখা হয়েছিল বাদশা মিয়ার নিকট। ঘটনার দিন উল্লিখিত বন্ধকি জমির টাকা ফেরত দেয়ার জন্য বাদশা মিয়ার বাড়ীর সামনে গিয়ে টাকা দেয়ার কথা বললে বাদশা মিয়া ও আবদুর রউফ তার বাম চোখের উপরে উপুর্জপুরী ঘুষি মেরে ফেলে দিয়ে কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।পরে স্থানীয় লোকজন শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করে।
এ বিষয়ে আহত শিক্ষক আবুল হোসেন বাদশা মিয়া ও আবদুর রউফকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেছে।