মুন্সীগঞ্জে গজারিয়ায় নিখোঁজের পাঁচদিন পর নাজিরচর গ্রামের পাশের ডোবা থেকে আবদুল মান্নান (২২) নামে এক বেটারি চালিত মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গজারিয়া ইউনিয়নের দক্ষিণ ফুলদী গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী তানিয়া বেগম জানান, রোববার ( ৮ ডিসেম্বর ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার গজারিয়া বাজার থেকে স্থানীয় তিন জন যাত্রী নিয়ে পার্শ্ববতী হোসেন্দী ইউনিয়নে জামালদী বাস স্ট্যান্ডে যাওয়ার পথে নিখোঁজ হয় মিশুক চালক মান্নান।
এদিকে লাশ উদ্ধারের পর নিহতের মা খাদিজা বেগম শুক্রবার বিকেলে, মিশুকের তিন যাত্রী হিমু (২৫), রাব্বী(২০), সাইফুল(২১)কে আসামি করে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গজারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে আর হত্যা মামলা দায়েদের পর আসামি আটকে অভিযান শুরু করেছেন তারা।