শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেটর মেশিন বিকল থাকার কারণে চিকিৎসক রোগীর সেবা দিতে না পারায় মৃত্যুর অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, তরুন চিকিৎসক মারুফ হোসেন নয়নের মৃত্যুতে কোন ধরণের গাফিলতি ছিলো কিনা তা খতিয়ে দেখবে এ তদন্ত কমিটি। তিনি আরও জানান, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদারকে প্রধান করে চার সদস্যর ওই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ শফিকুল ইসলাম, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মাশরেকুল ইসলাম।
উল্লেখ্য, শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র ও নগরীর ডায়বেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মারুফ হোসেন নয়ন গত ১০ ডিসেম্বর শেবাচিম হাসপাতালে ভর্তি হন। পরেরদিন সকালে তার অবস্থার অবনতি হলে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেয়ার জন্য আইসিইউ ইউনিটে নেয়া হয়। নয়নের বাবা মোশারেফ হোসেন জানান, নয়নকে ওই ইউনিটে নেয়ার পর কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দেয়ার সবকয়টি যন্ত্র অর্থাৎ ভেন্টিলেটর মেশিন নষ্ট থাকায় তা আর সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বললে দ্রুত তাকে ওয়ার্ড থেকে ঢাকায় নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু এরআগেই তরুন চিকিৎসক নয়নের মৃত্যু হয়। এ ঘটনায় ডাঃ নয়নের স্বজনসহ চিকিৎসক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটি করে হাসপাতাল প্রশাসন।