জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন-চট্টগ্রামে ট্রেড লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করলে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রাম শহরে দেড় লক্ষ ভ্যান গাড়ী আছে। এতে শুধুমাত্র লাইসেন্স আছে ৮হাজার ভ্যান গাড়ীর। এই ভ্যান গাড়ীর বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেওয়া হচ্ছেনা। এ ছাড়া এসব ভ্যান গাড়ীকে কেন্দ্র করে যে সমস্ত গ্যারেজ গড়ে উঠেছে সেগুলোর কোন ট্রেড লাইসেন্স নেই। আবার হাজার হাজার প্যান্ডেল চালিত রিক্সারও লাইসেন্স নেই। অন্যদিকে রিক্সায় দুই নাম্বার ভূয়া লাইসেন্সও ব্যবহার হচ্ছে। অবৈধ রিক্সা এবং ভ্যান গাড়ীর গ্যারেজ গুলোতে রমরমা জুয়ার আসরও চলে। অনেকেই ২০থেকে ৩০টি ভ্যান গাড়ীর মালিক হয়ে অবৈধ গ্যারেজ দিয়ে ব্যবসা করছে। অবৈধ রিক্সার চালকরা বেশির ভাগই কিশোর গ্যাংয়ের সদস্য।
এরা অপরাধ করে রিক্সা চালিয়েই। রিক্সা চুরিও করে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। অবৈধ ভ্যান গাড়ী এবং রিক্সার লাইসেন্স বাবদ লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অবৈধ রিক্সা আর ভ্যান গাড়ীর কারণে শহরে নিত্যদিনের যানজট চলছে। যানজটে পড়ে মানুষের কর্ম ঘন্টাও নষ্ট হচ্ছে প্রতিদিন। সুতরাং ওই সকল অবৈধ ভ্যান গাড়ী এবং রিক্সার বিরুদ্ধে ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে হবে। এই বিষয়ে মাননীয় জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেয়র মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। ওই অভিযানে অবৈধ গাড়ী চিহিৃত করার সময় আমার কোন সহযোগিতা করতে হলেও আমি করবো। প্রয়োজনে ঘটনাস্থলে থাকবো। দুর্নীতিবাজদের ছাড় নেই। অবৈধকে যারা সমর্থন দিচ্ছেন তাদেরকেও আমি ধিক্কার জানাই। আমি সারা জীবন সন্ত্রাস এবং দুর্নীতিকে ধিক্কার জানিয়েছি এখনো জানাই। দুর্নীতি করা আর ভিক্ষা করে খাওয়া একই কথা। এজন্য সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত যদি আমার গ্যারেজেও অভিযান চালিয়ে কিছু পায়; তাহলে আমাকে শাস্তি দেওয়া হোক। আমরা যারা রিক্সা, ভ্যানগাড়ী এবং গ্যারেজের লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তারা অবৈধ রিক্সার চালক-মালিকদের কাছে জিম্মী হয়ে আছি। পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। অবৈধ রিক্সার গ্যারেজকে কেন্দ্র করে কথিত রিক্সা শ্রমিকরা গ্যারেজ থেকে মাসে মাসে চাঁদা আদায় করছে। এটি দুঃখজনক ঘটনা। পুলিশও জানে। তারপরেও তারা নিরব। দুর্র্নীতিকে আমাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘৃণা করেন। আমিও করি।
শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত ‘লাইসেন্স বিহীন রিক্সা ও ভ্যান গাড়ীর বিরুদ্ধে করণীয়’ শীর্ষক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসকল কথা বলেন। হালিশহরের সবুজবাগে সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিকলীগের ৪১ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিকলীগ নেতা মহিউদ্দিন গাফফার, প্রদীপ কোম্পানী, ইউছুপ কোম্পানী, আলাউদ্দিন কোম্পানী, মিন্টু কোম্পানী, ছালাউদ্দিন কোম্পানী, রফিক কোম্পানী, বাবলু কোম্পানী, মো. সবুজ, মো. হান্নান, দিদার কোম্পানী, ওয়াহাব কোম্পানী, মালেক কোম্পানী, নবী হোসেন কোম্পানী, মহিউদ্দিন কোম্পানী, আবদুর রহিম কোম্পানী, আলী আজগর, নুরুল আলম ও মো. কাদের মিয়া প্রমুখ।
সভায় সেলিম আরো বলেন, অন্যদিকে চট্টগ্রাম শহরে অন্তত ৮০% দোকানে ট্রেড লাইসেন্স নেই। বিশেষ করে নিত্যপণ্যের দোকানীরা পেঁয়াজ, রসুন ও চালের দাম বাড়িয়ে অধিকহারে মুনাফা অর্জন করছে। এই সমস্ত দোকানীরা বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এরা এভাবে দাম বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এদের বিরুদ্ধে দোকানে দোকানে এক্ষুনি অভিযান পরিচালনা করা প্রয়োজন। তা নাহলে এরা আরো বেপরোয়া হয়ে যাবে। অবৈধ রিক্সা এবং ভ্যান গাড়ীর ক্ষেত্রে সকল অনিয়ম এবং দুর্নীতি বন্ধে আমি গণমাধ্যম কর্মীদেরও সহযোগিতা চাই।