নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা ‘তানিম ফাউন্ডেশনের’ উদ্যোগে বৃত্তি পরীক্ষা শুক্রবার সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি পরীক্ষায় ৩৫টি প্রতিষ্ঠানের ৬শ ৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম শ্রেণীর ১শ ৬১ জন, দ্বিতীয় শ্রেণীর ২শ ১১, তৃতীয় শ্রেণীর ২শ ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরিক্ষা পরিদর্শন করেন তানিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক তবারক উল্লাহ, সভাপতি মাঈন উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ার হোসেন ভূঁইয়া, পরিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনিসুর রহমান, সিজিয়ারা উচ্চবিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম খোকন, ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খ,ম জিল্লুর রহমান, সিজিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল হাসেম, প্রধান শিক্ষক রেজিয়া আক্তার, উপজেলা যুবলীগ সহসভাপতি সাইফুল ইসলাম আজাদ, উপজেলা যুবলীগ সহসম্পাদক মো: শাহিনুর রহমান প্রমুখ।