কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার যুক্তিখোলা বাজারের ব্যবসায়ী বড় সাঙ্গীস্বর গ্রামের শাহ আলম মজুমদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার সকাল ৭টায় তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কীটনাশক ও বীজ ক্রয়ের জন্য কুমিল্লা জাঙ্গালিয়া বিএডিসি অফিসে যাওয়ার পথে নিজ গ্রামের উত্তর পাড়ার মোতালেবের বাড়ী সংলগ্ন রাস্তায় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের সোলাইমানের ছেলে ফরহাদ, ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও আলী আক্কাসের ছেলে সোলাইমান সহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এ সময় হামলাকারীরা ব্যবসায়ী শাহআলমকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা মূল্যের আই ফোন ছিনিয়ে নেয়। শাহ আলমের শোর চিৎকারে তার খালাত ভাই মৎসচাষী উপজেলার মন্তলী গ্রামের মুফতি হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমানসহ স্তানীয় কয়েকজন লোক এগিয়ে আসে। পরে তাদের সহযোগীতায় শাহ আলম দৌঁড়ে পাশ্ববর্তী রফিক মিয়ার বাড়ীতে আশ্রয় নেন।
ব্যবসায়ী শাহ আলম মজুমদার জানান, গরু চুরির মামলায় দীর্ঘদিন কারাবাসের পর সদ্য মুক্তি পেয়ে আবারো জাহাঙ্গীর এলাকায় ছিনতাই ও চুরি শুরু করেছে। এদিকে, ফরহাদ মোটর সাইকেল চুরির মামলায় দীর্ঘদিন জেল খেটেছেন। এ ব্যাপারে শাহ আলম মজুমদার বাদী হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।