পাটের ছাল ছাড়ানো ‘আঁশকল’ যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতা বিনিময় নিয়ে রংপুরে দিনব্যাপী কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সারওয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন পাট গবেষনা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল ফজল মোল্লা। বক্তব্য রাখেন, প্রাকটিক্যাল এ্যাকশনের কর্মসূচি ব্যবস্থাপক কাজী মোরশেদ আলম, প্রকল্প ব্যবস্থাপক নেহাল আজমাত মহী, কৃষি ও পাট বিশেষজ্ঞ আলমগীর চৌধুরী, আরডিআরএসের কর্মকর্তা হুমায়ুন খালিদ, রংপুর আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা ড. রেজাউল ইসলাম,কারুপন্যের মিডিয়া প্রতিনিধি মাহবুব রহমান, কৃষক শাহাদত হোসেন,কৃষানী সরিফা বেগম প্রমূখ । কর্মশালায় কৃষকের মাঝে আঁশকল পৌঁছে দিতে পরিকল্পনা এবং এর বহুমূখী ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাকটিক্যাল এ্যাকশন ও আরডিআরএসের আয়োজনে এ কর্মশালায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আঁশকল উদ্যোক্তাসহ ৩৫০ জন কৃষক অংশ নেন।