র্যালি, সেমিনার, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলে উদযাপিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯।
'সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে'-- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে এ দিবসটি উদযাপন করা হয়। এতে উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্হিত ছিলেন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদের অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিরা।