নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনের বিরুদ্ধে শ্রমিক নেতা শাহজাহানের অপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে নিরাপদ সড়ক চাই গাইবান্ধা জেলা শাখা। সংগঠনটির জেলা কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মোঃ আসাদুজ্জামান সরকার মিলন, সদস্য সচিব এস এম বিপ্লব ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক একেএম সালাউদ্দিন কাশেম, যুগ্ন আহবায়ক আবু সাইদ মোহাম্মদ মানিক মন্ডল, মাকছুদুর রহমান তূর্য্য, মাইদুল ইসলামসহ অন্যন্যরা।
বক্তারা, ইলিয়াছ কাঞ্চনকে নিয়ে শ্রমিক নেতা শাহজাহানের দেওয়া বক্তব্য এর তীব্র নিন্দা এবং তার দেওয়া বক্তব্য প্রত্যহারসহ জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান। তা না হলে কেন্দ্রীয় কর্মসুচির আলোকে কঠোর আন্দোলনে নামার ঘোষনা দেন।