জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করে। আজকে প্রমাণিত হয়েছে তথ্য ও প্রযুক্তি সেবা জনগণের দৌড়গোড়ায় পৌছে দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তার মাধ্যমে কর্মসংস্থান, বেকার সমস্যার সমাধান ও নারীর ক্ষমতায়ন শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। হাতের কাছেই প্রযুক্তি চলে এসেছে।
বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী ও পুরস্কার বিতরণী উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবীর, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েতুর রহমান, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এস.এম এমদাদুল হক প্রামানিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী প্রমুখ। পরে হুইপ দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশ গ্রহণকারিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।